সরকারি দপ্তর/ সংস্থা সমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি , স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং দক্ষ মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ এবং SDG যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম চালু /অচিরেই চালু হবে।
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তথ্য ও প্রযুক্তির কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে আইসিটির বিস্তার করার লক্ষ্যে উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঘাটাইল,টাঙ্গাইল এর অর্জনসমূহ হচ্ছে-
(১) ঘাটাইল উপজেলার সকল ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক্যাল ক্যাবল এর মাধ্যমে ব্রড ব্র্যান্ড ইন্টারনেট কানেকশন স্থাপন;
(২) উপজেলার সকল সরকারি দপ্তর ও ইউনিয়ন এর জন্য স্বতন্ত্র ওয়েব পোর্টাল তৈরি;
(৩) পেপারলেস দপ্তর প্রতিষ্ঠার জন্য সদর উপজেলার ০৫টি দপ্তরে ই-ফাইলিং কার্যক্রম চালুকরণ;
(৪) ২০২০ সালে ইনোভেশন শোকেসিং এ উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার অর্জন;
(৫) অত্র উপজেলায় CAMS এ টেকনিক্যাল সহযোগিতা প্রদান ;
(৬) অত্র উপজেলায় কোভিড১৯ এর ভেক্সিন কার্যক্রমে সুরক্ষা এপ/ওয়েবে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল সহযোগিতা প্রদান ;
(৭) ঘাটাইল উপজেলার সরকারি স্কুলের ভর্তি কার্যক্রম এবং লটারি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে বাস্তবায়িত হয়েছে যার টেকনিক্যাল সহায়তা , তত্ত্বাবধান ও পরামর্শ দেওয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস