১৯ জুন ২০১৯ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নব যোগদানকৃত সহকারী প্রোগ্রামারগণের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক, এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব এন এম জিয়াউল আলম। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. বি. এম. আরশাদ হোসেন। কর্মশালায় নব যোগদানকৃত সহকারী প্রোগ্রামারগণ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এ বিভাগের আওতাধীন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস